খুলনায় ট্রলির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
খুলনা মহানগরীর খালিশপুরে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মুকরিমা বিনতে মোহন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে গোয়ালখালী কবরস্থান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুকরিমা ঢাকার কামরাঙ্গীরচর যাওলা গ্রামের মোহন ব্যাপারির মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ইট বোঝাই ট্রলি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সকাল পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।”
শিশুটির মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।