খুলনায় ট্রলার-ফেরি সংঘর্ষে ১ জন নিখোঁজ, উদ্ধার অভিযান জারি
খুলনায় জেলখানা ঘাট ও সেনেরবাজার ঘাটের মাঝামাঝি স্থানে ২১ আগস্ট রাত সাড়ে ১০টায় ট্রলার ও ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ যুবকের নাম আকাশ (১৭), তিনি রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় ট্রলারে ২৫ জন যাত্রী থাকার কথা থাকলেও মাঝিরা অতিরিক্ত ৩০–৩৫ জন যাত্রী নেন। দুর্ঘটনার কারণে ট্রলার থেকে দুজন নদীতে পড়েন, যাদের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও আকাশের সন্ধান এখনো পাওয়া যায়নি।
উদ্ধার অভিযানে খুলনা নৌ পুলিশ, রুপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরি এবং কোস্টগার্ড অংশ নিয়েছে। সকাল থেকে উদ্ধার অভিযান চলমান রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে নিয়মিত পারাপারে মানুষের জীবন ঝুঁকিতে পড়ে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রুপসা নৌফাড়ির এস আই শিমুল ঘোষ বলেন, “নদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষে নৌকার একটি অংশ ফেরির নিচে ঢুকে যায়। এতে কিছু যাত্রী নদীতে পড়ে যান এবং কিছু যাত্রী ফেরিতে উঠে যান। উদ্ধার অভিযান এখনও চলমান।”