খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি খুলনা প্রেসক্লাবের শ্রদ্ধা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে নবনির্মিত “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে” পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, সদস্য এহতেশামুল হক শাওন ও খলিলুর রহমান সুমন, ক্লাবের অস্থায়ী সদস্য মো. সোহেল রানা প্রমুখ।
শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর খুলনা প্রেসক্লাব মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ট্যাগস :