খুলনায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক
খুলনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ টাকাসহ চারজন জুয়াড়িকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও যৌথ বাহিনী। অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৪৪ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।
বুধবার (৯ এপ্রিল) রাতে দৌলতপুর থানাধীন মোড় এলাকার একটি বাসায় এই অভিযান পরিচালিত হয়। কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন-খালিশপুর নয়াবাটির মরহুম হোসনে শেখে ছেলে হারুন শেখ (৪০), একই গ্রামের মরহুম মোফাজ্জল গাজীর ছেলে লিটন গাজী (৫৭), চিত্রালী বাজার এলাকার মরহুম আশরাফ আলী মোড়লের ছেলে নাসির (৪৫), হাউজিং বাজার এলাকার মো: আবুল বাশারের ছেলে রুবেল (৪৫)।
অভিযানের সময় তাদের হেফাজতে থাকা নগদ টাকা ছাড়াও দুই সেট প্লেইং কার্ড (তাস) জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, শহরের বিভিন্ন এলাকায় গোপনে জুয়ার আসর পরিচালনার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।