খুলনায় জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সাথে কেসিসি প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
খুলনায় সফররত জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (KfW)-এর প্রতিনিধি দলের সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কেসিসির প্রশাসক মো. ফিরোজ সরকার বলেন, “জার্মান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে খুলনা মহানগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা লাভ করবে। এসব প্রকল্প খুলনার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নের উদ্দেশ্যে প্রতিনিধি দলটি গত রবিবার খুলনা সফরে এসে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেছে। প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, “উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বে বিবেচনায় রাখতে হবে।”
সভায় জানানো হয়, যৌথ অর্থায়নে গৃহীত প্রকল্পগুলোর আওতায় কেডিএ বাইপাস রোড, দৌলতপুর থেকে শহর রক্ষা বাঁধ, আলুতলা ও লবনচরায় স্লুইসগেট নির্মাণ, পাম্প হাউজ স্থাপন, নগরীর ২৩টি পুকুর সংস্কার ও পাড় বাঁধাই, নিরালা ও বাস্তহারা খালের উন্নয়ন এবং রূপসা রিভারভিউ পার্ক নির্মাণসহ একাধিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, KfW’র টিম লিডার ড. অসিত মোহান্তি, প্রতিনিধি লুকাস মার্স, পিটার রুনি ও তৌহিদুর রহমান, সিসিএইউডির ডেপুটি টিম লিডার মো. আব্দুল মান্নান, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট প্রকৌশলী মো. আজিজুর রহমান, জিআইএস অফিসার ফেরদাউস হুসাইন, এসমসির টিম লিডার এস. ইকবাল ও ডেপুটি টিম লিডার এ ওয়াই এম হাসিবুল ইসলাম, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মো. আমিরুল আরাফাত, কেসিসির স্থপতি রেজবিনা খানম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ এবং এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন।