খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫। শনিবার (৬ এপ্রিল) এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক মো. আবুল হোসেন হাওলাদার, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাীমুজ্জামান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি সমাজে শৃঙ্খলা, পারস্পরিক সহনশীলতা ও ইতিবাচক মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে মাদক, সহিংসতা ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
এছাড়াও তারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়াঙ্গনে অর্জন বৃদ্ধির জন্য তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং খেলাধুলার মানোন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।