খুলনায় জাতিসংঘ পার্কে সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু
খুলনায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবক মো. পলাশ (২৫) মারা গেছেন। সোমবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (৬ এপ্রিল) রাতে নগরীর শান্তিধাম মোড়ের জাতিসংঘ পার্কে আয়োজিত ঈদ মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন পলাশ। এ সময় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে আসে।
পলাশ খুলনা সদর থানাধীন মতলেবের মোড় এলাকার বাসিন্দা মো. আব্দুল হামিদ খানের ছেলে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতেই তার পেটের জরুরি অপারেশন করা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর অভ্যন্তরীণ জখমের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সন্ত্রাসী হামলায় আহত পলাশ চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সোয়া ৮টার দিকে মারা গেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান চালানো হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।