খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনা নগরীর নিরালা কাঁচাবাজারের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকির হোসেন (বয়স আনুমানিক ৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার কিছু পর এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার লতিফ হাওলাদারের ছেলে। তিনি খুলনার নিরালা ১৭ নম্বর রোডের সবুর মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন এবং ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির হোসেন পেট চেপে ধরে দৌঁড়ানোর সময় পুরাতন ফার্নিচারের দোকানের সামনে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের পিঠের দুটি স্থানে এবং পেটের নাভির গোড়ায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, “রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরে হাসপাতালে গিয়ে নিহতের খবর নিশ্চিত করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”