খুলনায় ছাত্রদলের নবগঠিত ১৩ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১৩ নং ওয়ার্ড ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ আগস্ট (শুক্রবার) বিকেল ৪টায় খালিশপুর থানা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক মো. নুরুজ্জামান সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রাকিব শেখের সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত কাউকে বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের কমিটিতে রাখা যাবে না। যদি এ ধরনের কাউকে অন্তর্ভুক্ত করা হয়, আমরা ওয়ার্ড বিএনপি থেকে তীব্র আপত্তি জানাব।”
তিনি আরও বলেন, “যারা এবার কমিটিতে জায়গা পাননি, তারা হতাশ হবেন না। আজ যারা পদ-পদবি পেয়েছেন, তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডই মূল কমিটিতে তাদের অবস্থান নির্ধারণ করবে। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে সবাইকে সংগঠনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”
এ সময় তিনি উপস্থিত ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, “তোমরা সৌভাগ্যবান যে, রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী এলাকার কর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকে বকুল ভাইকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খালিশপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ হোসেন মানিক এবং সদস্য সচিব ফয়সাল বাপ্পী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুজ্জামান জুয়েল, বিএনপি সদস্য রফিকুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি শাহিন পাটোয়ারী, যুবদল সদস্য সচিব মাসুদ পারভেজ তুষার।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার ইফতি, শেখ আব্দুর রহমান আল সাদী, মেহেদী হাসান রাসেল, মো. নুর আলম, তামজিদ উর রহমান, সদস্য মেহেদী হাসান হিমেল, শেখ শাহিন ও শেখ নুরে তানজিম রুহিন প্রমুখ।
সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।