চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, পুড়েছে দুটি ভবনের পাঁচটি তলা
খুলনায় ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
খুলনার বড় মির্জাপুর এলাকায় রহমান ছাতা কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, সামসুর রহমান রোডের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, আগুনে দুটি পাঁচতলা ভবনের তিন, চার ও পাঁচতলা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ভবন দুটিতে রহমান ছাতা কোম্পানির কারখানা ও গুদাম ছিল। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ভবনটিতে পর্যাপ্ত যাতায়াতের ব্যবস্থা না থাকায় অন্য ভবনের ছাদ ও টিনের উপর দিয়ে পানি দিতে হয়েছে, যার ফলে আগুন নেভাতে সময় বেশি লেগেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, মশার গ্লোব বিস্ফোরণ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।