খুলনায় চোরাই ইজিবাইক ও ছাগলসহ ২ জন আটক
খুলনা মহানগরীর বিসমিল্লাহ সড়কের ২ নম্বর গলিতে লবনচরা থানার পুলিশের অভিযানে চোরাই ইজিবাইক ও ছাগলসহ ২ চোরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, খুলনা সদর থানার দাদা ম্যাচ ফ্যাক্টরির সামনে নুর ইসলাম গাজীর ছেলে জামাল গাজী (৪০) এবং একই থানার পূর্ব বানিয়াখামারের হাকিম মোল্লার ছেলে শামীম মোল্লা (৩২)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৭ এপ্রিল) দুপুরে মহানগরীর বিসমিল্লাহ সড়ক ২ নম্বর গলিতে লবনচরা থানার পুলিশের অভিযান চলছিল। ওই সময় জামাল গাজী ও শামীম মোল্লা আটক হন, এবং তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি চোরাই ইজিবাইক এবং একটি ছাগল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে লবনচরা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া, পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত মালামালটি জব্দ করেছে এবং তাদের ব্যাপারে যথাযথ তদন্ত চলছে।