খুলনায় চেকপোস্টে অস্ত্রসহ যুবক গ্রেফতার
খুলনা মহানগরীর জাহিদুর রহমান সড়কের মুখে পুলিশ চেকপোস্ট পরিচালনাকালে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ ৩১ মার্চ সকাল ১০টায় চেকপোস্টে পুলিশের সন্দেহজনক আচরণ লক্ষ্য করার পর তাকে তল্লাশি করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. রুবেল খান। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গড়খাটা গ্রামের মো. হান্নান খানের ছেলে। পুলিশের উপস্থিতি দেখে সন্দেহজনক আচরণ করায় তাকে থামিয়ে তল্লাশি করা হলে তার কোমরে একটি পাঁচ রাউন্ড গুলি ভর্তি রিভলভার পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল খান জানান, তিনি খুলনা শহরে বন্ধু আব্দুল্লাহর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তবে বন্ধুকে না পেয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে দাবি করেন।
এ বিষয়ে খুলনা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।