খুলনায় গ্যাস সরবরাহের দাবি, এটি জাতীয় উন্নয়নের প্রশ্ন
খুলনায় গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে খুলনা নাগরিক সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, এটি দয়া বা করুনার নয়, বরং জাতীয় সুষম উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নগরীর সোনাডাঙ্গায় খুলনা নাগরিক সমাজের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব অ্যাড. মো. বাবুল হাওলাদার।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ.ফ.ম মহসিন এবং সঞ্চালনায় ছিলেন মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। তাদের মধ্যে ছিলেন—গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, “আমরা বৃহত্তর খুলনাবাসী”র প্রতিষ্ঠাতা সরদার আবু তাহের, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, কবি নুরুন্নাহার হীরা, সাংবাদিক আহমেদ হুসাইন সানু, সমাজকর্মী সাইফুর রহমান মিনা, কেএইচ ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, অ্যাড. মেহেদী হাসান, এস এম চন্দন, কবি আজাদুল হক আজাদ, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, কবি হুসাইন মাহমুদ বাচ্চু, কবি রহমত আলী, এজাজুর রহমান প্রমুখ।
লিখিত বক্তব্যে অ্যাড. বাবুল হাওলাদার বলেন, ২০১২ সালে সুন্দরবন গ্যাস কোম্পানি খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজ শুরু করলেও পেট্রোবাংলার উদাসীনতায় প্রকল্পটি বন্ধ হয়ে যায় এবং ব্যবহৃত পাইপ অপসারণ করা হয়, যা রাষ্ট্রীয় অর্থের অপচয়ের কারণ হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, ভোলা-বরিশাল-খুলনা গ্যাস সরবরাহ প্রকল্প স্থগিত হওয়ায় এ অঞ্চলের মানুষ চরম হতাশায় ভুগছে। শিল্প খাত ও কর্মসংস্থানের জন্য খুলনায় গ্যাস সরবরাহ অপরিহার্য।
বক্তারা অভিযোগ করেন, গ্যাস না থাকায় খুলনায় শিল্প উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তারা দ্রুত এই অবস্থার পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে আন্দোলনের পথেও যেতে প্রস্তুত খুলনা নাগরিক সমাজ।