খুলনায় গৃহবধু ও বৃদ্ধের লাশ উদ্ধার
খুলনার খালিশপুর এলাকায় পুলিশ দুটি মরদেহ উদ্ধার করেছে। একটি মরদেহ হলো গৃহবধু মারিয়া সুলতানার, আর অন্যটি অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের। আজ বিকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধু মারিয়া সুলতানা খুলনার মুজগুন্নী বাসস্ট্যান্ড এলাকায় ভিক্টোরিয়া ক্লাবের পাশে সামী নামক এক ব্যক্তির সঙ্গে ভাড়া থাকতেন। আজ দুপুরে অসুস্থ অনুভব করলে তাকে পাশের আদদ্ধীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ মোস্তফার মোড় এলাকায় বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে।
এদিকে, খালিশপুর থানার পুলিশ আরও জানায়, অন্য মরদেহটি খুলনা বিশেষায়িত হাসপাতালের মসজিদের পাশে একটি ড্রেনে পাওয়া যায়। স্থানীয়রা ওই মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ওই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, তবে তা ৪-৫ দিন আগে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মরদেহের উপর লুঙ্গি ও উলের সোয়েটার ছিল, যা কিছুটা ধারণা দিয়েছে।
এ বিষয়ে খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গৃহবধু মারিয়া সুলতানার মৃত্যুর কারণ জানার জন্য সুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় আছি। তার স্বামী মাসুম বিল্লাহ এবং শাশুড়ি বর্তমানে গা ঢাকা দিয়েছেন, তাদের ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।