খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে দেওয়া যাবে) বিকেলে মহানগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা।
সভাপতির বক্তব্যে এ্যাড. শফিকুল আলম মনা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তার অবদান জাতি চিরকাল মনে রাখবে।”
এছাড়াও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, স ম আব্দুর রহমান, জিয়াউর রহমান পপলু, সাঈদ হাসান লাভলু, রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ বিভিন্ন থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
শেষে তার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।