খুলনায় কেসিসির নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকার গতকাল সকালে নগরীর রায়ের মহল আজিজের মোড়ে নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করেছেন। প্রধান অতিথি হিসেবে তিনি ফলক উন্মোচন করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।
কেসিসির এসসিআইপি প্লাস্টিক প্রোজেক্ট-এর আওতায় প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে এই ট্রান্সফার স্টেশনটি নির্মিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং অর্থায়ন করেছে জার্মান সরকারের পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ, মানবিক নিরাপত্তা ও ভোক্তা অধিকার মন্ত্রণালয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নতুন এই ট্রান্সফার স্টেশনটি চালু হওয়ার ফলে স্থানীয় পর্যায়ে গৃহস্থালি ও অন্যান্য বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণ সম্ভব হবে। এতে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আসবে আধুনিকতা ও গতি।
অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) শরীফ আসিফ রহমান, কুয়েটের প্রফেসর ড. খন্দকার মাহাবুব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমানসহ কেসিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।