খুলনায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে গ্যারেজ মালিক ও কর্মচারী দগ্ধ
খুলনায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে একটি গ্যারেজের মালিক ও এক কর্মচারী দগ্ধ হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন ট্রাকস্ট্যান্ড কাচাবাজার এলাকার সুমন মোটরস গ্যারেজে এই ঘটনা ঘটে।
দগ্ধদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার শুকুর আলীর ছেলে মো. ওহিদুল মোল্লার পুত্র হ্নদয় এবং গ্যারেজ মালিক সুমন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে গ্যারেজের সামনে ফাঁকা কেমিক্যাল ড্রামের মুখ গ্যাস কাটার দিয়ে খোলার চেষ্টা করছিলেন সুমন ও হ্নদয়। এ সময় হঠাৎ বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হয়ে ফেটে যায়। বিস্ফোরণের শব্দে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন।
বিস্ফোরণে সুমন ও হ্নদয়ের হাঁটুর নিচের অংশ দগ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে ড্রামটি বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।