খুলনায় কৃষি ব্যাংক লুটের রহস্য উম্মোচন, মূল হোতা গ্রেফতার
খুলনার রুপসা কৃষি ব্যাংকের ভল্ট ভাঙচুর করে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরি করার মূল হোতা ইউনুস শেখ নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ইউনুস, নিকলাপুর গ্রামের ইনসান শেখের ছেলে। সোমবার ১৮ আগস্ট তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, ইউনুস ব্যাংকের চতুর্থ তলায় ভাড়া থাকতেন এবং নিচতলায় তার একটি ওয়ার্কশপ রয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালিত বিশেষ অভিযানে তাকে ভোর রাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস চুরির কথা স্বীকার করেছেন, তবে সব টাকা এখনো উদ্ধার হয়নি।
ইউনুস পেশায় লেদ মিস্ত্রি ও ট্রাক যন্ত্রপাতি ব্যবসায়ী। তিনি লোহা কাটার দক্ষতা ব্যবহার করে ভল্ট ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করতে সক্ষম হন। ভোর রাতে ব্যাংকে কোনো নিরাপত্তা কর্মী না থাকায় তিনি টাকা নিয়ে পালিয়ে যান।
রুপসা থানার ওসি মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, “কৃষি ব্যাংক রুপসা ঘাট শাখার ভল্ট ভাঙচুর ও ১৬ লাখ টাকা লুটের ঘটনায় ইউনুসকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং উদ্ধারকাজ অব্যাহত।”
ব্যাংকের নিরাপত্তা ও তদন্ত
লুটের ঘটনায় ব্যাংকের নিরাপত্তা প্রহরী ও শাখা ব্যবস্থাপক মো: কামরুল ইসলাম থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন ডিজিএম আসলাম হোসেন, এজিএম মশিউর রহমান এবং এজিএম হামিম শেখ, যা বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনার উপমহাব্যবস্থাপক মো: রিয়াজুল ইসলাম নিশ্চিত করেছেন।
গ্রেফতার ইউনুস জানিয়েছে, ঋণের চাপের কারণে তিনি চুরি করেন। প্রাথমিক তদন্তে কিছু টাকা উদ্ধার করা হয়েছে। ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরী পুলিশ হেফাজতে আছেন।