দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ (১৬ জানুয়ারি) সকালে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “সংস্কারে স্বপ্নের আগামী” শ্লোগানে মুখরিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং কালের কণ্ঠের “আংশিক নয়, পুরো সত্য” শ্লোগানের প্রতি তাঁদের সমর্থন ও অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এবং খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটি কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সঞ্চালনায় ছিলেন প্রতিবেদক কৌশিক দে। আয়োজনের অংশ হিসেবে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
বক্তারা বলেন, কালের কণ্ঠ দেশ ও জাতির স্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। তারা প্রতিষ্ঠাবার্ষিকীর শ্লোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অগ্রগতিতে এই পত্রিকার ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সাংবাদিক সমাজ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
এছাড়া মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কালের কণ্ঠের ১৫ বছরের যাত্রায় সত্যের পথে অগ্রসর হওয়ার প্রতিশ্রুতি নিয়ে অতিথি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।