খুলনায় ওয়াকাথনের মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
খুলনায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালিত হয়েছে। “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরতে অনুষ্ঠিত হয় ওয়াকাথন।
সকালে নগরীর শিববাড়ি মোড়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ওয়াকাথনের শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। এ সময় তিনি বলেন, “সমাজ সেবা অধিদপ্তর অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।” তিনি সকলের প্রতি আহ্বান জানান যাতে ওয়াকাথনের মাধ্যমে সমাজে সেবা কার্যক্রমের বার্তা ছড়িয়ে দেওয়া যায়।
এরপর, জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ওয়াকাথন বিজয়ী ছাত্র জনতা ও জুলাই গনঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কন্যাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং একটি মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসেবা ব্যবস্থা) নুরুল হাই মোহাম্মাদ আনাছ, এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপপরিচালক মোতাহের হোসেন।
এর আগে, নগরীর শিববাড়ি মোড় থেকে ময়লাপোতা জেলা সমাজসেবা কার্যালয় পর্যন্ত ওয়াকাথন বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়, যা সমাজে সামাজিক সেবা কার্যক্রমের গুরুত্ব এবং মানুষের পাশে দাঁড়ানোর বার্তা প্রদান করেছে।