খুলনায় একসাথে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
খুলনায় পিরোজপুরের গৃহবধূ আকলিমা একসাথে ৪ সন্তানের জন্ম দিয়েছেন। আজ ১৩ ফেব্রুয়ারি, খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানকে জন্ম দেন। চিকিৎসকদের মতে, অপারেশনের পর মা ও নবজাতকেরা সুস্থ রয়েছেন।
এই ঘটনায় আকলিমার পরিবার অত্যন্ত আনন্দিত। আকলিমার স্বামী সুজন কাজী সন্তানের জন্মের আনন্দে উচ্ছ্বসিত এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আকলিমা নিজেও খুব খুশি, এবং হাসপাতালের ডাক্তার ও নার্সদের আচরণে সন্তুষ্ট। তিনি বলেন, “আমি ভালো আছি এবং চিকিৎসকদের সেবায় আমি খুব খুশি।”
চিকিৎসকরা জানিয়েছেন, একসাথে ৪ সন্তানের জন্ম দেওয়া বিরল ঘটনা এবং মা ও নবজাতকদের সুস্থ থাকা সৌভাগ্যের বিষয়। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও অবস বিভাগের প্রধান ডা: আমিনা জান্নাত পিয়া জানান, আকলিমার এটি দ্বিতীয় গর্ভধারণ ছিল এবং তিনি জানতেন যে জমজ সন্তান থাকবে। কিন্তু অপারেশনের সময় সন্তানগুলি উল্টা অবস্থায় ছিল, তাই এমার্জেন্সিতে সিজারের মাধ্যমে তাদের জন্ম দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক দল একযোগে কাজ করে মা এবং নবজাতকদের সুস্থ রাখার চেষ্টা করেছেন।
ডা: পিয়া বলেন, “আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলি ভালো ও সুস্থ রয়েছে।”