খুলনায় ইটভাটা মালিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খুলনায় পরিবেশবান্ধব ইটভাটা আকস্মিক বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ মার্চ সকালে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও অঙ্গ সহযোগী সংগঠন, খুলনা জেলা এ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সকাল ১১টায় নগরীর ১ নম্বর কাস্টমস ঘাট এলাকায় শ্রমিকরা জড়ো হতে শুরু করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে খুলনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় সমাবেশে খুলনা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইদ্রিস আহম্মেদ জমাদ্দার, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ও সাবেক সভাপতি কামাল খান বক্তব্য রাখেন। তারা বলেন, পরিবেশবান্ধব “জিগজ্যাগ হাওয়া” ইটভাটা আকস্মিক বন্ধ করায় ব্যবসায়ীরা যেমন আর্থিকভাবে বিশাল ক্ষতির মুখে পড়েছেন, তেমনি এ পেশায় যুক্ত অগণিত শ্রমিক কর্মসংস্থান হারিয়ে পরিবার-পরিজন নিয়ে দুবেলা দুমুঠো খাবারের জন্য হিমশিম খাচ্ছে।
এ সময় তারা ইটভাটা বন্ধের সরকারের এই কঠোর সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান। তারা আরও বলেন, আমরা সরকারকে ভ্যাট, ট্যাক্স দিই, তাহলে আমাদের ইটভাটা বন্ধ হবে কেন? এ সময় তারা স্লোগান দিতে থাকেন, “দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো”, “ইটভাটা বন্ধ করা চলবে না, চলবে না”।
সমাবেশ শেষে ৫ দফা দাবিতে খুলনা ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। প্রসঙ্গত, পরিবেশ বিনষ্টকারী অবৈধ ইটভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য খুলনা বিভাগীয় কমিশনারসহ সারাদেশে বিভাগীয় কমিশনার ও ইউএনওদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সারাদেশে একযোগে অভিযান পরিচালিত হয়।