খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
খুলনায় আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়, যার মধ্যে ছিল উদ্ধোধন অনুষ্ঠান, শোভাযাত্রা, নারী উদ্যোক্তা মেলা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন।
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলা প্রশাসক সন্মেলনকক্ষে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। তার বক্তব্যে তিনি বলেন, নারীরা শিক্ষিত হলে সমাজের উন্নতি নিশ্চিত হবে। নারী ও পুরুষের মধ্যে কোন বৈষম্য হওয়া উচিত নয়। পুরুষের পাশাপাশি নারীরও সব ক্ষেত্রেই সমান ভূমিকা রয়েছে এবং নারীর অধিকার আদায় করে নিতে হবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অস্বীকার করা যায় না। সাহসিকতার সাথে অন্যায়ের প্রতিবাদ করা উচিত। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল ক্ষেত্রে নারীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চলেছে। তিনি নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলের সহযাত্রী হিসেবে কাজ করার আহ্বান জানান।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। সাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। এছাড়া সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম এবং নারীনেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং নারী উদ্যোক্তা মেলার স্টল প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করেন।
এর আগে, খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ ফিরোজ সরকার। মেলায় ১৫টি নারী উদ্যোক্তার উৎপাদিত পণ্য বিক্রি ও প্রদর্শন করা হয়, যা দিনভর উপস্থিত মানুষের নজর কাড়ে।
এই আয়োজনের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন, সমতা এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে খুলনায় আন্তর্জাতিক নারী দিবস সফলভাবে উদযাপিত হয়।