খুলনায় আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত
দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ের জাদুঘরের ভবিষ্যৎ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক জাদুঘর দিবস। রবিবার (১৮ মে) সকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের উদ্যোগে খুলনা বিভাগীয় জাদুঘর প্রাঙ্গণে দিবসটির আয়োজন করা হয়।
সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা খুলনার শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্ক হয়ে পুনরায় খুলনা বিভাগীয় জাদুঘরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইতিহাস ও ঐতিহ্য গবেষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
১৯৭৭ সাল থেকে বিশ্বের প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (ICOM)-এর উদ্যোগে ১৮ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়ে থাকে। দিবসটির মূল লক্ষ্য—বিশ্বজুড়ে জাদুঘরগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠা করা।
প্রতিবছর একটি নির্দিষ্ট থিমের আলোকে দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল: দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যৎ, যা জাদুঘরগুলোর আধুনিক সমাজে ভূমিকা ও অভিযোজনের প্রয়োজনীয়তাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।