সেমিনারে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল খুলনার কমিশনার শ্রাবনী চাকমা। তিনি দেশের অর্থনীতিতে গতিশীলতা আনতে বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট বিভাগের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা কাস্টমস হাউজের কমিশনার ম. সফিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার কমিশনার সৈয়দ আতিকুর রহমান এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার এস. এম. সোহেল রহমান।
মোংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহমুদ হাসান টিটো অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি জানান, প্রতিবছরের মতো এবারও ২৬ জানুয়ারি বিশ্বের ১৮৬টি দেশের পাশাপাশি বাংলাদেশেও এই দিবস উদযাপন করা হচ্ছে। তিনি কাস্টমস হাউজের কার্যক্রম আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আমলাতান্ত্রিক জটিলতা কমাতে বিভিন্ন দপ্তরকে একত্রিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সিএন্ডএফ ও শিপিং এজেন্ট, আমদানিকারক-রপ্তানিকারক, মোংলা বন্দর ও মোংলা ইপিজেড-এর কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি কাস্টমস বিভাগের গুরুত্ব, আধুনিকায়ন এবং দেশের অর্থনীতিতে তাদের অবদান নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করেছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।