খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশের তৎপরতা
খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটিই প্রথম কোনো কর্মসূচি পালন করা হলো।
সকালে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ও ছবি থেকে দেখা যায়, ব্যানার হাতে একদল মানুষ জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিল। এ সময় তারা শ্লোগান দিচ্ছিলেন- “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “শেখ হাসিনার সরকার বারবার দরকার”, “শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে”।
এ বিষয়ে আওয়ামী লীগের জেলা বা মহানগর পর্যায়ের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি। তবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। তাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতাকর্মীদের দিয়ে এই মিছিল করানো হয়েছে।”
ঘটনাস্থল জিরো পয়েন্ট খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিনটানা থানার আওতাভুক্ত। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, “হঠাৎ একটি গাড়ি থেকে নেমে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুত ঝটিকা মিছিল করে পালিয়ে যান। সে সময় সকালে রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। আমরা মিছিলকারীদের শনাক্ত ও আটক করতে তৎপর রয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।”
খুলনায় আচমকা এই ঝটিকা মিছিল রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।