খুলনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে দিনব্যাপী হেলথি সিটি মেলা উদ্বোধন
খুলনাকে একটি স্বাস্থ্যকর শহরে রূপান্তরের লক্ষ্যে আজ শনিবার (৩ মে) সকালে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে দিনব্যাপী ‘হেলথি সিটি মেলা’ (Health and Wellness Fair) অনুষ্ঠিত হয়েছে।
মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এই ধরনের স্বাস্থ্য মেলা খুলনাবাসীকে স্বাস্থ্য সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে হলে প্রথমেই নাগরিকদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।” তিনি আরও বলেন, “এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, ভবিষ্যতে মেলায় স্টলের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।”
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম। এর আগে ম্যারাথন রানের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম।
৭.৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথন রান শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে রূপসা পিটিআই মোড়সহ নগরীর বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিয়াম-এর নির্বাহী পরিচালক অ্যাড. মো. মাসুম বিল্লাহ।
মেলা যৌথভাবে আয়োজন করে খুলনা সিটি কর্পোরেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), বেসরকারি উন্নয়ন সংস্থা সিয়াম, এনসিডিসি ও বিসিসিপি।