খুলনাকে মাদকমুক্ত করতে বিএনপির ৪ দিনের কর্মসূচি ঘোষণা
খুলনায় মাদক ব্যবসা নিয়ে প্রতিনিয়ত সংঘর্ষ, হত্যা ও মামলা-মোকদ্দমার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খুলনা মহানগর বিএনপি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে। শুক্রবার (৯ মে) বেলা ১১টায় কেডিএ ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
তিনি বলেন, “মাদকের করাল গ্রাসে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। খুলনায় মাদকের অবাধ প্রবাহ, সহজলভ্যতা ও সুশৃঙ্খল সিন্ডিকেটের কারণে এখন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরাও মাদকাসক্ত হয়ে পড়ছে।”
মাদক নিরাময় কেন্দ্রগুলোর তথ্যানুযায়ী, আসক্তদের ৭০ শতাংশই ১৪ থেকে ২২ বছর বয়সী শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় খুলনায় মাদকব্যবসা ভয়াবহ আকার ধারণ করেছে।
মনা আরও বলেন, “প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেল, স্কুল-কলেজের ইউনিফর্ম, ভিখারির ছদ্মবেশে, এমনকি ওষুধ কোম্পানির প্রতিনিধি সেজে অভিনব কৌশলে মাদক সরবরাহ করা হচ্ছে।”
তিনি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান এবং মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের ডাক দেন।
ঘোষিত ৪ দিনের কর্মসূচি:
১. শনিবার (১০ মে) খালিশপুর থানার ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডে বিকাল ৪টায় চিত্রালী বাজার থেকে মাদকবিরোধী র্যালি। ২. রবিবার (১১ মে) ৯, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে বৈকাল মোড় থেকে র্যালি। ৩. সোমবার (১২ মে):
১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় বিএনপি অফিস থেকে র্যালি। ৪. মঙ্গলবার (১৩ মে) ১ ও ৩ নম্বর ওয়ার্ডে বিকাল ৪টায় র্যালিগেট থেকে র্যালি।
বিএনপি সভাপতি র্যালিগুলো সফল করতে খুলনাবাসী এবং দলের সব পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, মাসুদুল হক হারুন, গাজী আফসার উদ্দিনসহ মহানগর ও বিভিন্ন থানা বিএনপির নেতাকর্মীরা।