খুমেক হাসপাতালে করোনায় আরও এক রোগীর মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আল আমিন (৩৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা আল আমিন বৃহস্পতিবার বেলা ১১টায় করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি হন। তিনি কৃত্রিম শ্বাসযন্ত্রের (ভেন্টিলেটর) মাধ্যমে চিকিৎসাধীন ছিলেন। রাত ৮টায় তার মৃত্যু হয়।
এর আগে গত ২১ জুলাই খুমেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়েছিল। আল আমিন হলেন এ হাসপাতালে করোনায় মারা যাওয়া দ্বিতীয় রোগী।
ট্যাগস :