খুবিতে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, ক্যাম্পাসে বিক্ষোভ
খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি সাবেক এক শিক্ষার্থীর হামলায় আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীর নাম আবদুল্লাহ নোমান, তিনি বাংলা বিভাগের ২০১৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে চলমান আলোচনার সময় শিক্ষার্থীদের সঙ্গে হাসান মাহমুদ সাকির কথোপকথনের একপর্যায়ে নোমান সেখানে উপস্থিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে স্যারের ওপর শারীরিকভাবে আঘাত করেন।
এ ঘটনায় বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং হামলাকারী আবদুল্লাহ নোমানকে অবাঞ্ছিত ঘোষণা করে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে জানান, “এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”