খুবিতে শিক্ষকের গায়ে হাত তোলার ঘটনায় শিক্ষার্থী নোমান আটক
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মাদ মোবারক হোসেন নোমানকে আটক করেছে পুলিশ।
আটক নোমান খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) শিক্ষার্থী। মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মোবারক হোসেন নোমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি এক কক্ষে পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষক হাসান মাহমুদ সাকির সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে নোমান উত্তেজিত হয়ে ওঠেন এবং শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ঘটনাটি শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।