ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খুবিতে শহীদ মীর মুগ্ধ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচালিত অনলাইন প্ল্যাটফর্ম “কেইউ ইনসাইডার্স”-এর উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এবং চতুর্থ একাডেমিক ভবনের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও ফুলের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের স্মরণে এমন পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, “কেইউ ইনসাইডার্স শুধু সামাজিক সচেতনতায় নয়, ক্যাম্পাসের নানা অসঙ্গতি তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাদের এই ধারা অব্যাহত থাকুক, আমি তাদের সাফল্য কামনা করি।”

কেইউ ইনসাইডার্সের অ্যাডমিন আল মামুন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই আমাদের পথচলা শুরু। সেই অভ্যুত্থানে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই মুগ্ধকে। তিনি ছিলেন একজন প্রকৃত সমাজকর্মী। তাই তার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে বৃক্ষরোপণের মাধ্যমে স্মরণ করাই আমাদের উদ্দেশ্য।”

তিনি আরও জানান, সম্প্রতি ক্যাম্পাসে বহু গাছ মারা যাওয়ায় তাপমাত্রা বেড়ে গেছে, যা শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। “আমরা চাই গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে, এবং ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে।”

বৃক্ষরোপণ শেষে শহীদ মীর মুগ্ধ ও অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এস্টেট শাখার প্রধান এস এম মোহাম্মদ আলী, রেজিস্ট্রারের সচিব শেখ আবসার উদ্দিন, খুবি সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এবং কেইউ ইনসাইডার্সের মূল অ্যাডমিন আল মামুনসহ এডমিন প্যানেলের অন্যান্য সদস্যরা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
৫২৪ বার পড়া হয়েছে

খুবিতে শহীদ মীর মুগ্ধ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় ০১:১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচালিত অনলাইন প্ল্যাটফর্ম “কেইউ ইনসাইডার্স”-এর উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এবং চতুর্থ একাডেমিক ভবনের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও ফুলের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের স্মরণে এমন পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, “কেইউ ইনসাইডার্স শুধু সামাজিক সচেতনতায় নয়, ক্যাম্পাসের নানা অসঙ্গতি তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাদের এই ধারা অব্যাহত থাকুক, আমি তাদের সাফল্য কামনা করি।”

কেইউ ইনসাইডার্সের অ্যাডমিন আল মামুন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই আমাদের পথচলা শুরু। সেই অভ্যুত্থানে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই মুগ্ধকে। তিনি ছিলেন একজন প্রকৃত সমাজকর্মী। তাই তার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে বৃক্ষরোপণের মাধ্যমে স্মরণ করাই আমাদের উদ্দেশ্য।”

তিনি আরও জানান, সম্প্রতি ক্যাম্পাসে বহু গাছ মারা যাওয়ায় তাপমাত্রা বেড়ে গেছে, যা শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। “আমরা চাই গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে, এবং ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে।”

বৃক্ষরোপণ শেষে শহীদ মীর মুগ্ধ ও অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এস্টেট শাখার প্রধান এস এম মোহাম্মদ আলী, রেজিস্ট্রারের সচিব শেখ আবসার উদ্দিন, খুবি সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এবং কেইউ ইনসাইডার্সের মূল অ্যাডমিন আল মামুনসহ এডমিন প্যানেলের অন্যান্য সদস্যরা।