খাতুনগঞ্জ থেকে উধাও সয়াবিন তেল, খুঁজতে গিয়ে দেখা পাননি মেয়র-জেলা প্রশাসক
চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে সয়াবিন তেলের সংকট চরম আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে বোতলজাত সয়াবিন তেলের দাম ও সরবরাহ নিয়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে চট্টগ্রামের সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন এবং জেলা প্রশাসক ফরিদা খানম।
অভিযানে পুরো খাতুনগঞ্জ বাজারে তেলের কোনো দোকানে সয়াবিন তেলের বোতল পাওয়া যায়নি। এমনকি কিছু দোকানে পাওয়া কিছু তেলের মান পরীক্ষা করতে স্যাম্পল নেওয়া হলেও তা ভোজ্য তেলের মত কি না, তা পরীক্ষা করা হবে বলে জানানো হয়। মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা দেখতে পাচ্ছি ভোজ্যতেল মোটেও পাওয়া যাচ্ছে না। যেখানে পাওয়া গেছে, সেগুলোর মান পরীক্ষা করতে স্যাম্পল নিয়েছি।”
এসময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “বাজারে ভোজ্য তেলের সংকট ছাড়া চিনির সংকটও রয়েছে। অভিযোগ এসেছে টিকে গ্রুপ তেল বাজারজাত করছে না, আমরা তাদের সাথে বসব। তেলের দাম নিয়ন্ত্রণে না এলে, ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ছাড়া, আগামীকাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন ভোজ্যতেলের আমদানিকারক, উৎপাদনকারী ও আড়তদারদের সাথে বৈঠকে বসবেন এবং সংকট সমাধানের জন্য পদক্ষেপ নেবেন।