ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাম্পাস খুললেও ক্লাস শুরু হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে

চেকপোস্ট ডেস্ক::

দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ মঙ্গলবার খুলে দেয়া হয়েছে।

গতকাল সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশে গত ১৭ দিন ধরে কখনো শিথিল, কখনো কঠোর অবস্থায় বহাল কারফিউ আজ ভোর ৬টায় শেষ হয়েছে।

এই অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, ক্যাম্পাস খুললেও সহসা ক্লাস শুরু হচ্ছে না বা কবে ক্লাস শুরু হবে সে বিষয়ে এখনো কোনো দিকনির্দেশনা দেয়া হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আফসার মুন্না মঙ্গলবার সকালে বিবিসিকে বলেন, ‘হলগুলো কাল থেকেই খুলে দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কোনো অ্যাকাডেমিক কার্যক্রম চলছে না। ভিসি-প্রক্টরকে তো মানছে না কেউ। আল্টিমেটলি এখন কোনো অথরিটি নাই।’

তবে একটি অনলাইন পোর্টালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল সরকার জানান, আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠক আছে। সেখানে সব সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এর বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানার চেষ্টা করেছে বিবিসি বাংলা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হাসিব বিবিসি বাংলাকে বলেন, “আজ হলগুলো খোলা হবে। কিন্তু ক্লাস শুরু হতে ‘সম্ভবত’ দেরি হবে। কারণ শিক্ষার্থীরা অনেকে বাড়ি গেছে। তাদের ফিরে আসতে হবে। শিক্ষকদেরও ক্লাস নেয়ার জন্য একটা প্রস্তুতি থাকা লাগে।”

শিক্ষা কার্যক্রম বাদে ‘বিশ্ববিদ্যালয়ের অফিস-হল, সবকিছু এখন খোলা’ বলে যোগ করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুপম মল্লিক আদিত্যও জানান, ক্যাম্পাস খুলেছে, তবে ক্লাস চালু হয়নি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি ছিল, তার মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর কাদির বিবিসি বাংলাকে বলেন, সেখানে এখনো হল খোলা হয়নি।

‘হল যেহেতু অফ, সেহেতু ক্লাস শুরু হতে দেরি হবে। তবে যেহেতু এখন কোনো প্রশাসনিক কাঠামো নাই, তাই শুনেছি যে আজ শিক্ষার্থীরা নিজেরাই হল খুলে ঢুকবে।’

তিনি আরো জানান যে সেখানে আজ ১১টায় ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ এর সমাবেশ আছে। সূত্র : বিবিসি

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
৫১১ বার পড়া হয়েছে

ক্যাম্পাস খুললেও ক্লাস শুরু হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে

আপডেট সময় ০১:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ মঙ্গলবার খুলে দেয়া হয়েছে।

গতকাল সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশে গত ১৭ দিন ধরে কখনো শিথিল, কখনো কঠোর অবস্থায় বহাল কারফিউ আজ ভোর ৬টায় শেষ হয়েছে।

এই অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, ক্যাম্পাস খুললেও সহসা ক্লাস শুরু হচ্ছে না বা কবে ক্লাস শুরু হবে সে বিষয়ে এখনো কোনো দিকনির্দেশনা দেয়া হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আফসার মুন্না মঙ্গলবার সকালে বিবিসিকে বলেন, ‘হলগুলো কাল থেকেই খুলে দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কোনো অ্যাকাডেমিক কার্যক্রম চলছে না। ভিসি-প্রক্টরকে তো মানছে না কেউ। আল্টিমেটলি এখন কোনো অথরিটি নাই।’

তবে একটি অনলাইন পোর্টালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল সরকার জানান, আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠক আছে। সেখানে সব সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এর বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানার চেষ্টা করেছে বিবিসি বাংলা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হাসিব বিবিসি বাংলাকে বলেন, “আজ হলগুলো খোলা হবে। কিন্তু ক্লাস শুরু হতে ‘সম্ভবত’ দেরি হবে। কারণ শিক্ষার্থীরা অনেকে বাড়ি গেছে। তাদের ফিরে আসতে হবে। শিক্ষকদেরও ক্লাস নেয়ার জন্য একটা প্রস্তুতি থাকা লাগে।”

শিক্ষা কার্যক্রম বাদে ‘বিশ্ববিদ্যালয়ের অফিস-হল, সবকিছু এখন খোলা’ বলে যোগ করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুপম মল্লিক আদিত্যও জানান, ক্যাম্পাস খুলেছে, তবে ক্লাস চালু হয়নি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি ছিল, তার মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর কাদির বিবিসি বাংলাকে বলেন, সেখানে এখনো হল খোলা হয়নি।

‘হল যেহেতু অফ, সেহেতু ক্লাস শুরু হতে দেরি হবে। তবে যেহেতু এখন কোনো প্রশাসনিক কাঠামো নাই, তাই শুনেছি যে আজ শিক্ষার্থীরা নিজেরাই হল খুলে ঢুকবে।’

তিনি আরো জানান যে সেখানে আজ ১১টায় ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ এর সমাবেশ আছে। সূত্র : বিবিসি