ক্যান্টনমেন্টে মৎস্যজীবী দলের তৃতীয় সবজির দোকান উদ্বোধন
শাক-সবজি, মাছ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশছোঁয়া। বন্যায় দেশের এক-তৃতীয়াংশ অঞ্চল প্লাবিত হওয়ায় শাক-সবজি ও মাছ সহ কৃষি পণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে শাক-সবজি, মাছ ও কৃষি পণ্যের দাম বেড়েছে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পতিত স্বৈরাচারের শাসনকালে গড়ে ওঠা বিভিন্ন সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এ সমস্ত সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে মানুষের জীবনযাত্রা অসহনীয় করে তুলছে। যেকোনো মূল্যে এই সিন্ডিকেট ভাঙতে হবে। বিএনপি জনগণের দল। জনগণের কষ্টের কথা বিবেচনা করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দলের নেতাকর্মীদেরকে জনবান্ধব কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
“হঠাৎ সিন্ডিকেট বাসাও দেশ” এই স্লোগান সামনে রেখে সবজির দাম স্বাভাবিক পর্যায়ে আনতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল “বিনা লাভের বাজার” নামে গুলশান, বনানীর পর ক্যান্টনমেন্ট থানার মালিকদি কাঁচা বাজারের আমতলা তৃতীয় সবজির দোকান উদ্বোধন করেন। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এই দোকানগুলোতে সবজি বিক্রয় করা হচ্ছে।
৩ নভেম্বর, রবিবার, সকাল ১০ টায় তৃতীয় সবজির দোকান ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আবদুর রহিম উপস্থিত বিএনপি ও মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সবজি কিনতে আসা লোকজনের সামনে বক্তব্য রাখেন।
এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমির হোসেন আমির, সদস্য সচিব মোঃ বাকিবিল্লাহ ও যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম মজুমদার শামীম, সাবেক কেন্দ্রীয় সদস্য হাজী মোঃ আনোয়ার হোসেন, ক্যান্টনমেন্ট থানার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, মহানগর উত্তর মৎস্যজীবী দলের নেতা নাসির উদ্দিন, ক্যান্টনমেন্ট থানার সভাপতি মোঃ রনি হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রুবেল, সিঃ সহ-সভাপতি শরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ বুলবুল।