কোরআনের নীতি-আদর্শ ছাড়া জাতির মুক্তি নেই: মহিব উদ্দীন আহমেদ সোহেল
বাংলাদেশের জনগণের ভাগ্যোন্নয়নে কোরআনের নীতি ও আদর্শ ছাড়া জাতির মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল।
শুক্রবার (৮ আগস্ট) বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলার করাব ইউনিয়নের গুনিপুর ৮নং ওয়ার্ড কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হলে এবং ঘুষ, খুন, দুর্নীতি ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কায় ভোট দিতে হবে। হবিগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হতে পারলে তিনি হবিগঞ্জকে দুর্নীতি, ঘুষ, খুন, মাদক, গাঁজা ও ইয়াবামুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
সভায় করাব ইউনিয়ন কমিটির সভাপতি আলী নওয়াজ আহমেদ সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি মোছাব্বির হোসেন নিহাল পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারি আলহাজ্ব শামসুল হুদা, ইসলামী আন্দোলন লাখাই উপজেলা সভাপতি কাজল মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি ইকবাল হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আলীজান তাহসিন, মাওলানা ইলিয়াস আহমেদ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা সাংগঠনিক সম্পাদক মোজাম্মিল হক, মাওলানা মামুনুল হক প্রমুখ।
সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ জুবায়ের আহমেদ এবং পরিশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।