কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীনবরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাউজানের কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীনবরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান কামালীর বিদায়, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা গত ৮ এপ্রিল (মঙ্গলবার) আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনডিসি শহীদুল্লাহ চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাজী বাদশা মাবেয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ শরীফ।
বিশেষ অতিথি ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, ঢাকার ইডেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহার নবুয়ত এবং বিশিষ্ট সমাজসেবক ইলিয়াছ চৌধুরী বাচ্চু।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমি মুৎসুদ্দি। বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান কামালী, পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, ডা. রাজু দে, আবু তালেব, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রুম্পী চৌধুরী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন কাবেরী চক্রবর্তী, নীলিমা ভট্টাচার্য, সোমা কানুনগো, শিউলি খাতুন ও অজিত নাথ।
বক্তারা বলেন, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সফলতা অর্জন করতে পারে। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, এই সময়টি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে মনোযোগ, অধ্যবসায় এবং দায়িত্ববোধ প্রয়োজন। শিক্ষার্থীদের নৈতিকতা ও সহনশীলতার শিক্ষা দেয়ার উপর জোর দেয়া হয়।
এছাড়া বক্তারা বিদায়ী শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান কামালীর দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে বলেন, তার নিষ্ঠা, ভালবাসা ও দায়িত্ববোধ শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। শিক্ষকদের অবদানেই একটি প্রজন্ম আলোকিত হয়।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার অনুপ্রেরণা যোগায়।