কেসিসি এমপ্লয়িজ ইউনিয়ন নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এমপ্লয়িজ ইউনিয়ন নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নির্বাচন কমিটির পক্ষ থেকে গতকাল বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে তা স্থগিত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনের পক্ষে ও বিপক্ষে দুটি গ্রুপ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় যেকোনো মুহূর্তে সংঘাতের ঝুঁকি রয়েছে। পাশাপাশি নির্বাচন কমিটির সচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। শ্রম অধিদপ্তর, কেসিসি প্রশাসন ও রাজনৈতিক মহলের সঙ্গে আলোচনা করেই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার উজ্জ্বল কুমার সাহা, কমিশনার মোঃ নাজমুল হক মুকুল ও সদস্য সচিব খান হাবিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তীতে আলাপ-আলোচনার ভিত্তিতে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন উভয় গ্রুপকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ইউনিয়নের নির্বাহী কমিটির ১৯ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মোট ভোটার সংখ্যা ৪৪১ জন। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে।