কেসিসির সাবেক কাউন্সিলর খালেদ গ্রেফতার
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাইমুল ইসলাম খালেদকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর আলম গণমাধ্যমকে জানান, খালেদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
তবে ঠিক কোন স্থানে এবং কখন তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
ট্যাগস :