কেসিসিতে জন্ম নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা অনুষ্ঠিত
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল করতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকালে কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রশাসক মো. ফিরোজ সরকার। তিনি বলেন, “সঠিক সময়ে নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম ও মৃত্যু সনদ পাওয়া নাগরিকের অধিকার। অনেক সময় সাধারণ মানুষ খুব কম সময়ের মধ্যে নিবন্ধন করতে আসেন, আমাদের উচিত তাদের দ্রুত সেবা দেওয়া। অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ ও দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম। বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মো. হুসাইন শওকত জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন-কেসিসির সচিব আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্না, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) মশিউজ্জামান খান, কেসিসির বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই কর্মশালার আয়োজন করে খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ।
এই কর্মশালার মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও সহজ ও দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়, যাতে নাগরিকদের হয়রানি ছাড়াই সেবা প্রদান নিশ্চিত করা যায়।