কুয়েট সংলগ্ন বাড়ির মালিক ও থানার কর্মকর্তাদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস সংলগ্ন ও আশপাশের এলাকার বাড়ির মালিক এবং সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন কুয়েট প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত (রুটিন ওয়ার্ক) প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, ছাত্র কল্যাণ পরিচালক, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, খানজাহানআলী, দৌলতপুর ও আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জদের প্রতিনিধি এবং শিক্ষার্থী বাসগৃহের বাড়ির মালিকগণ।
বক্তারা শিক্ষার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে কুয়েট প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাড়ির মালিকদের উদ্দেশে শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণ, নিয়মিত যোগাযোগ এবং যেকোনো সমস্যা দ্রুত জানাতে অনুরোধ জানানো হয়। আলোচনা শেষে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নিরাপত্তা জোরদার এবং সুষ্ঠু আবাসিক পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।