কুয়েট ভর্তি পরীক্ষা ২০২৪-২৫: রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় জানানো হয়েছে যে, এবার ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আজ ৭ জানুয়ারি সকালে কুয়েট কনফারেন্স রুমে খুলনার ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন গণমাধ্যম কর্মীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাসুদ বলেন, “এবার তিন অনুষদের অধীন ১৬টি বিভাগে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে ২৪,৫২৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর ফলে প্রতি আসনের জন্য প্রায় ২৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।”
তিনি আরও জানান, এ বছর কুয়েট তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা পরিচালনা করছে। ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আর্কিটেকচারের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা হবে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত। খুলনা মহানগরীর ১১টি কেন্দ্রে ৪৪৭টি কক্ষে এই পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার বিষয়বস্তু নিয়ে ড. মাসুদ বলেন, “২০২৪ সালের উচ্চমাধ্যমিকের সিলেবাস অনুযায়ী গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বর এবং ‘খ’ গ্রুপের জন্য ৬০০ নম্বরের পরীক্ষা হবে। ‘খ’ গ্রুপের পরীক্ষায় ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন যুক্ত থাকবে।”
কুয়েটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ১০ জানুয়ারি প্রকাশ করা হবে এবং ফলাফল প্রকাশিত হবে ২৬ জানুয়ারি। ১ হাজার ৬৫টি আসনের মধ্যে ৫টি সংরক্ষিত আসন রয়েছে। এবার সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
প্রথমবর্ষের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম জানান, “সেশনজট নিরসনের লক্ষ্যে দেশের মধ্যে সবচেয়ে আগে কুয়েট ভর্তি পরীক্ষা নিচ্ছে। এ উপলক্ষে খুলনায় প্রায় ১ লাখ মানুষের আগমন ঘটতে পারে।”
তিনি খুলনার সকল নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সফলতার সাথে পরীক্ষা পরিচালনার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।