কুয়েট ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে প্রবেশ করলেন শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে দীর্ঘ ৫২ দিন পর আজ (রোববার) দুপুরে শান্তিপূর্ণভাবে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। দুপুর ৩টার দিকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রধান ফটক অতিক্রম করে ক্যাম্পাসে প্রবেশ করেন।
সেসময় ক্যাম্পাসের প্রধান ফটকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তারা শিক্ষার্থীদের কোনো বাধা দেয়নি। ক্যাম্পাসে প্রবেশের পর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং বন্ধ থাকা আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানান।
পরে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষকরা শিক্ষার্থীদের জানান, সিন্ডিকেট সভা ছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং হল খোলার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দেন। এতে উত্তেজনা এড়াতে কুয়েট প্রশাসন প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নানা সতর্কতামূলক ব্যবস্থা নেয়।
রোববার দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে শিক্ষক ও প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে শিক্ষার্থীদের আইডি কার্ড যাচাই করে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
প্রসঙ্গত, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করে।
সম্প্রতি শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দিয়ে আসছিলেন। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক সভা, চিঠি ও অভিভাবকদের মোবাইলে এসএমএস পাঠিয়ে শিক্ষার্থীদের কুয়েটে না পাঠানোর আহ্বান জানিয়েছিল।