কুয়েটে শিক্ষককে জড়িয়ে মিথ্যা প্রপাগান্ডা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে মানববন্ধন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম এম এ হাশেমের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রপাগান্ডা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রাক্তন শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
রবিবার (১৮ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, কুয়েটের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত, পরীক্ষা নিয়ন্ত্রক তৈয়বুর রহমান, প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার বাদশা মোহাম্মদ হারুন, কর্মকর্তা সমিতির সভাপতি রোকনুদ্দিন, সাধারণ সম্পাদক আহসান হাবিব, সিএসই বিভাগের ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও কুয়েট কর্মকর্তা ড. হানিফ, ২০০২ ব্যাচের ইঞ্জিনিয়ার নাজিম, সিস্টেম অ্যানালিস্ট ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, ২০১৩ ব্যাচের মেহেদী হাসান, ২০১০ ব্যাচের ইঞ্জিনিয়ার কাশেম এবং কর্মচারী সমিতির সাবেক সভাপতি ইমদাদ মোড়ল।
বক্তারা বলেন, প্রফেসর ড. এম এম এ হাশেমের বিরুদ্ধে অনলাইন মাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা একজন শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। তারা এ ধরনের সাইবার বুলিংয়ের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন সম্মানিত শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং একে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেন তারা।