কুয়েটের ভিসি তালা ভেঙে বাসভবনে, শিক্ষার্থীদের আল্টিমেটাম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেছেন। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বাসভবন ছাড়ার জন্য তাকে আল্টিমেটাম দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানায়, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর তারা ছয় দফা দাবি উত্থাপন করেছিল। তবে দাবিগুলো পূরণ না হওয়ায় এবং শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ এনে তারা উপাচার্যকে বর্জন করেছে।
গত ২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। এরপর ২৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে খবর আসে যে, বাসভবনের তালা ভেঙে ফেলা হয়েছে এবং উপাচার্যসহ কিছু অজ্ঞাত ব্যক্তি ভেতরে অবস্থান করছেন।
শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছে, তারা অধ্যাপক মাসুদকে উপাচার্য হিসেবে স্বীকার করে না এবং তাকে বাসভবনে থাকতে দেওয়া হবে না। তারা আল্টিমেটাম দিয়ে জানায়, ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বাসভবন ছাড়তে হবে, অন্যথায় শিক্ষার্থীরা পুনরায় তালা ঝুলিয়ে দেবে।
শিক্ষার্থীরা আরও জানায়, তারা উপাচার্যের নিয়োগকৃত তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করছে। তাদের অভিযোগ, এই কমিটি উপাচার্যের আস্থাভাজন ও আন্দোলন বিরোধী শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে। শিক্ষার্থীরা নিরপেক্ষ তদন্তের জন্য নতুন উপাচার্যের অধীনে একটি স্বাধীন কমিটি গঠনের দাবি জানিয়েছে।