কুয়েটের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নির্মাণাধীন দশতলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মোহাম্মদ কালু (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত।
জানা যায়, বুধবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে কুয়েটের সম্প্রসারিত ক্যাম্পাসের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মোহাম্মদ কালু ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ কালু খানজাহান আলী থানার এজাক্স জুট মিল কলোনীর বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত আব্দুস সামাদ।
কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত জানান, “বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দশতলা ভবনের চতুর্থ তলা থেকে কাজ করার সময় একজন নির্মাণ শ্রমিক পড়ে মারা গেছেন। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (চিফ ইঞ্জিনিয়ার) ঘটনাস্থলে গিয়েছেন এবং উপাচার্যের দায়িত্বে থাকা প্রো-ভিসি স্যারকে বিষয়টি জানানো হয়েছে।”
খানজাহান আলী থানার ডিউটি অফিসার এসআই গোবিন্দ জানান, “এ ঘটনায় এখনো অপমৃত্যু মামলা হয়নি, তবে মামলা হবে।”
নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।