কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি ও লাঞ্চিত করার ঘটনায় অফিসার্স এসোসিয়েশনের উদ্বেগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর দুই প্রকৌশলীকে মোবাইল ফোনে হুমকি প্রদান এবং একজনকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কুয়েট অফিসার্স এসোসিয়েশন।
বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর আজ এক পত্রে এসোসিয়েশনের সভাপতি মো: মইনুল হক এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মো: হারুন উক্ত ঘটনার বিষয়ে তাদের উদ্বেগ তুলে ধরেন। পত্রে তারা উল্লেখ করেন যে, সোহাগ নামে এক ব্যক্তি (১৩ নং ভবনের ছাদের উপরে ওয়াটার প্রুফিং কাজের সাথে সংশ্লিষ্ট) অবৈধ সুবিধা না পাওয়ার কারণে প্রথমে মোবাইল ফোনে হুমকি প্রদান করে এবং পরবর্তীতে ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী শেখ আবু হায়াতকে ক্যাম্পাসের বাইরে শারীরিকভাবে লাঞ্চিত করেন।
এই ঘটনায় কুয়েট অফিসার্স এসোসিয়েশন গভীর উদ্বেগ প্রকাশ করে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে দুটি দাবি উত্থাপন করেছে: ১) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে একটি ফৌজদারী মামলা দায়ের করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করবে। ২) মোল্লা সোহাগ হোসেনকে কুয়েটের সার্বিক ঠিকাদারি কাজ এবং ভবিষ্যতে যাবতীয় কাজ থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে মোল্লা সোহাগ হোসেন দাবি করেছেন যে, তিনি নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, “শেখ আবু হায়াতকে লাঞ্চিত করা হয়নি। গতকাল আমি উনার সাথে দেখা করি, সালাম বিনিময় হয় এবং এরপর কিছু বিষয়ে আলোচনা হয়। সেখানে কোনো হুমকি বা লাঞ্চনার ঘটনা ঘটেনি।”
এই ঘটনার পর কুয়েটের অফিসার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর পদক্ষেপের আশা প্রকাশ করা হয়েছে।