ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েটের উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মাকসুদ হেলালী

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ মাকসুদ হেলালী।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়েটের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে উপাচার্য পদে যোগদান করেন তিনি। এর আগে বিকেল ৪টায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন এবং বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। আজ শনিবার থেকে তিনি নিয়মিত দায়িত্ব পালন শুরু করেছেন।

গত ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও কুয়েটের আচার্যর অনুমোদনক্রমে ‘কুয়েট আইন, ২০০৩’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক মাকসুদ হেলালীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। এর পরিপ্রেক্ষিতে ২৬ এপ্রিল কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার। পরবর্তীতে অন্তবর্তীকালীন উপাচার্য দায়িত্ব পালন করলেও দীর্ঘ পাঁচ মাস ধরে প্রতিষ্ঠানটি কার্যত অচলাবস্থায় ছিল। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে অধ্যাপক হেলালীকে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. মাকসুদ হেলালী আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বুয়েট থেকে বিএসসি এবং এমএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে ১৯৮৪ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৬ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

২০২১ সালে বুয়েট থেকে অবসর গ্রহণের আগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যেমন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, অনুষদের ডীন, পরিচালক (গবেষণা সম্প্রসারণ)।

তার ২৯টি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি খ্যাতনামা জার্নাল ও কনফারেন্স প্রসিডিংসে প্রকাশিত হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
৫১৯ বার পড়া হয়েছে

কুয়েটের উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মাকসুদ হেলালী

আপডেট সময় ১১:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ মাকসুদ হেলালী।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়েটের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে উপাচার্য পদে যোগদান করেন তিনি। এর আগে বিকেল ৪টায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন এবং বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। আজ শনিবার থেকে তিনি নিয়মিত দায়িত্ব পালন শুরু করেছেন।

গত ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও কুয়েটের আচার্যর অনুমোদনক্রমে ‘কুয়েট আইন, ২০০৩’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক মাকসুদ হেলালীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। এর পরিপ্রেক্ষিতে ২৬ এপ্রিল কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার। পরবর্তীতে অন্তবর্তীকালীন উপাচার্য দায়িত্ব পালন করলেও দীর্ঘ পাঁচ মাস ধরে প্রতিষ্ঠানটি কার্যত অচলাবস্থায় ছিল। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে অধ্যাপক হেলালীকে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. মাকসুদ হেলালী আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বুয়েট থেকে বিএসসি এবং এমএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে ১৯৮৪ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৬ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

২০২১ সালে বুয়েট থেকে অবসর গ্রহণের আগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যেমন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, অনুষদের ডীন, পরিচালক (গবেষণা সম্প্রসারণ)।

তার ২৯টি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি খ্যাতনামা জার্নাল ও কনফারেন্স প্রসিডিংসে প্রকাশিত হয়েছে।