কাহারোলে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও তারুণ্যের উৎসব উদ্বোধন
দিনাজপুর জেলার কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা চত্তর মাঠে দুই দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. বোরহান উদ্দিন, যিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. রাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল রহমান, মোহাম্মদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গুণীজনরা।
দুই দিনব্যাপী এই উৎসবটি বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব, শিক্ষা ও তরুণদের উদ্ভাবনী মনোভাবকে উত্সাহিত করতে লক্ষ্য রাখছে।
ট্যাগস :