কাহারোলে কিশোরীকে ছুরিকাঘাতে জখম, কিশোর আটক
১২ ফেব্রুয়ারি রাতে কাহারোল উপজেলায় এক কিশোরীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করার অভিযোগে এক কিশোরকে আটক করেছে কাহারোল থানা পুলিশ।
এ ঘটনা দ্বিপনগর গ্রামের জুয়েল রানার বাড়িতে ঘটেছে। রাত সাড়ে ৮টার দিকে, ঐ কিশোরী তার বাড়িতে নামাজ পড়ছিলেন। তখন, আফফি হোসেন (১৬) নামে এক কিশোর বাড়ির প্রাচীর টপকে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কিশোরীর গুরুতর অবস্থায় তার পরিবার তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আফফি হোসেন ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে এবং তিনি ওই সময় পালিয়ে গিয়ে আত্মগোপন করেছিল। কাহারোল থানা পুলিশ বিষয়টি জানার পর, দ্রুত অভিযান শুরু করে এবং ঘটনার ৪ ঘণ্টার মধ্যে তাকে আটক করতে সক্ষম হয়।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক রুহুল আমিন জানিয়েছেন, পুলিশ গুরুতর আহত কিশোরীকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।